শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অপু বলেন
এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে, তবে মাননীয় প্রধানমন্ত্রী যদি চান।
মনোনয়ন না পেলেও আওয়ামী লীগের হয়ে প্রচারণা চালিয়ে যাব। আমার মনে হয়, সংসদে নারীদের কথা তুলে ধরতে নারীদেরই প্রয়োজন হয়। আমাদের প্রধানমন্ত্রী নিজেই তার উদাহরণ। তিনি সব সময় নারী নেতৃত্বকে সমর্থন করেন।
আমার জায়গাটা নারীদের কাছে অন্য রকম। দেশের অনেক নারীই এখন উদাহরণ হিসেবে আমাকে টানেন। আমি যদি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করতে পারি, তাহলে সমাজের নারীদের আরো বেশি উৎসাহ দিতে পারব। আগেই বলেছি, প্রধানমন্ত্রী সুযোগ দিলেই নির্বাচন করব। যদি সবুজসংকেত পাই তাহলে অবশ্যই আমার জন্মস্থান থেকে মনোনয়ন চাইব। বগুড়ায় আমার জন্ম, বেড়ে ওঠা। সেখানকার মানুষ কী চান, কী পেলে তাঁরা খুশি হবেন, সবই আমার জানা।
Leave a Reply