1. admin@newsportal5.proshnolipi.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:

চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

চরফ্যাশনে এক সন্তানের জননী গৃহবধূ মাকসুদা বেগমের রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে।পরিবারের অভিযাগ পারিবারিক কলহের জের ধরে মাকসুদাকে গলাটিপে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতের পর হাজারীগঞ্জ চর ফকিরা গ্রামের স্বামী ইউসুফ আলীর বসত ঘরে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শশীভূষণ থানা পুলিশ গতকাল বুধবার (১৮ডিসেম্বর) লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছে।

পুলিশ, ও স্থানীয় প্রতিবেশীদের দেয়া তথ্যানুযায়ী, ৬বছর আগে চরফ্যাশনের চর মানিকা চর আইচা গ্রামের মাওঃ আব্দুল মাজেদের মেয়ে মাকসুদার সাথে হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের দিনমজুর ইউসুফ আলীর বিয়ে হয়।মাকসুদা ইউসুফ দম্পতির ঘরে ৪বছরের একটি কন্যা সন্তান আছে, নাম মারজান।

গত এক সপ্তাহ স্বামীসহ বাবার বাড়িতে বেড়ানোর পর মঙ্গলবার বিকেলে স্বামী ইউসুফ আলীর ঘরে ফেরেন মাকসুদা। ঘরে ফেরার কয়েক ঘন্টা পর স্বামীর বসতঘরের আড়ায় মাকসুদার ঝুলন্ত লাশ দেখা যায়। মাকসুদার বাবা মাওঃ আব্দুল মাজেদ অভিযোগ করেন- স্বামীর পরিবারে বিভিন্ন সময় তার মেয়েকে মারধর করা হয়েছিল। ঘটনার দিন পরিবারের সকলে মিলে গলাটিপে হত্যার পর তার লাশ ঝুলিয়ে দেয়া হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ইউসুফসহ বাড়ির সব লোক আত্মগোপনে চলে গেছেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান,নিহতের বাবা মাওঃ আব্দুল মাজেদ বাদি হয়ে মেয়েকে হত্যার দাবি করে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে । ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 Frilix Group
Theme Customized By BreakingNews